খাদ্যে ভেজাল: সিলেটে ভোজনবাড়ি রেস্তোরাঁ সিলগালা
সিলেটে মানহীন খাদ্য ও পচা বাসি খাবারসহ নানা অনিয়মের কারণে ভোজনবাড়ি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৯। এসময় রেস্টুরেন্টের একজন ম্যানেজার ও একজন সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় র্যাব।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আগত র্যাবের বিশেষ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রেস্টুরেন্টটি বন্ধ করা হয়।
এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর জিন্দাবাজার ভোজনভাড়ি রেস্টুরেন্টে অভিযান শুরু করে র্যাব-৯। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের বলেন, এখানে অভিযানে এসে আমরা খাদ্যের মানে ব্যাপক অনিয়ম পেয়েছি। তাছাড়া ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন নেই, খাবার পরিবেশনের বৈধ কাগজপত্র নেই।
তিনি আরও বলেন, আমরা সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্টটি সিলগালা করে দিয়েছি। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের দুইজনকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি।