বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র ভারত: বিক্রম দোরাইস্বামী
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো এবং এই সম্পর্ক ভবিষ্যতেও ভালো থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দুই দেশ অনেক ভালো অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এর আগে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন ও বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি দেখেন। ভারতীয় হাইকমিশনারের সাথে এসময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।