গোদাগাড়ীর দেওপাড়া ইউপির নির্বাচন স্থগিত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সীমান্ত সংক্রান্ত জটিলতার একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।
নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানকে জানানো হয়েছে। মশিউর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এ চিঠি পেয়েছেন।
তিনি জানান, রাজশাহীর পবা উপজেলার সঙ্গে দেওপাড়া ইউনিয়নের একটি এলাকার সীমানা নিয়ে বিরোধ আছে জানিয়ে রবিউল ইসলাম বাবু নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর হাইকোর্টে রিট করেছিলেন। তাই হাইকোর্ট চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে তা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর দেওপাড়ায় ভোট গ্রহণের কথা ছিলো। ভোটের জন্য ইতিমধ্যে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমেছিলেন নির্বাচনের প্রার্থীরা।