শার্শায় নির্বাচন সহিংসতায় আহত আ.লীগ নেতার মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোরের শার্শার গোঁগাতে ইউপি নির্বাচন নিয়ে দলীয় কোন্দলে সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতা আলী হোসেন ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। এঘটনায় এলাকায় উত্তজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টায় শার্শার পাচভুলোট গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত আলী হোসেন শার্শার গোঁগা ইউনিয়নের পাঁচভুলোট ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি এবং স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী তবিবরের সমর্থক ছিলেন।

স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমান জানান, গত ২৩ অক্টোবর ইউপি নির্বাচনে মনোনয়ন সংগ্রহের কাজ শেষে, তিনি বাড়ি ফিরছিলেন। এসময় তার সমর্থকরা তাকে অর্ভ্যথনা জানাতে গোঁগা বাজারে আসার পথে চেয়ারম্যান আব্দুর রশিদ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তার সমর্থকদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার ১২ সমর্থক  জখম হয়। এদের মধ্যে গুরুতর আহত ছিলেন আলী হোসেন। তার মাথায় বড় ধরনের ক্ষত হয়। এঘটনায় ইউপি  চেয়ারম্যান আব্দুর রশিদের ছেলেসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আলী হেসেন বাড়িতে ছিল। শারীরিক অবস্থার অবনতি হয়ে বৃহস্পতিবার রাতে তিন মারা যান। 

বিজ্ঞাপন

শার্শা থানা ওসি বদরুল আলম খান জানান, আহত আলী হোসেনের মৃত্যুর কথা তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।