পায়রা নদীতে জেলের জালে ১৩ কেজির বিশাল পাঙাশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

১৩ কেজির বিশাল পাঙাশ/ছবি: সংগৃহীত

১৩ কেজির বিশাল পাঙাশ/ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পায়রা নদীতে ১৩.৫ কেজির বিশাল পাঙাশ ধরা পড়েছে, যা দেখতে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাছটি জেলে রাকিব হাওলাদার ও জিয়াদের জালে ধরা পড়ে, পরে তা পারাগঞ্জে জালাল ফকিরের মৎস্য আড়তে আনা হয়।

রাকিব জানান, ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুম শেষে প্রথম দিনেই তাদের জালে এত বড় পাঙাশ ধরা পড়েছে।

বিজ্ঞাপন

আড়তদার জালাল ফকির জানান, মাছটি ১০০০ থেকে ১১০০ টাকা কেজি দরে স্থানীয়দের মাঝে বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে স্থানীয়ভাবে বিক্রি না হলে, তা ঢাকায় পাঠানো হবে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, "ইলিশ মৌসুমের সফলতা এখন স্পষ্ট। দেশের সব নদীতে বড় পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ মিলবে বলে আশা করছি।"

বিজ্ঞাপন