বালু তোলা নিয়ে বিরোধ, পেটানোর পর নদীতে ফেলে বৃদ্ধকে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বালু উত্তোলনকে কেন্দ্র করে গাইবান্ধার সাঘাটায় চাঞ্চল্যকর ছবদেল হোসেন মন্ডল হত্যা মামলার প্রধান আসামি বেল্লাল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ছবদেলকে হত্যার আগে পিটিয়ে আহত করে নদীর উঁচুপাড় থেকে ২০ ফিট নিচে ফেলে দেয় হামলাকারীরা। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাবাসাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বেল্লাল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছবদেল হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন বেল্লাল হোসেন। গত ৬ নভেম্বর দুপুর পৌনে ২টার দিকে সাঘাটার বেড়া গ্রামস্থ নদী সংলগ্ন এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বেল্লাল ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্র ও টুকরো ইট নিয়ে একত্রিত হয়। সেখানে ছবদেল হোসেন মন্ডলকে (৭৫) লাঠিপেটা করার পর হাতে থাকা ভাঙ্গা ইটের টুকরা দিয়ে বুকে সজরে আঘাত করেন বেল্লাল।

বিজ্ঞাপন

গুরুতর আহত ছবদেলকে ২০ ফিট উঁচু থেকে নদীতে ফেলে দিয়ে পালিয়ে যান বেল্লাল ও তার সঙ্গীরা। পরে স্থানীয়রা ছবদেলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে আইয়ুব হোসেন মন্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

র‍্যাব-১৩ ওই মামলাটির ছায়াতদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানা এলাকা থেকে বেল্লাল হোসেনকে (৪৮) গ্রেফতার করে র‍্যাব।