৪১তম বিসিএস লিখিত পরীক্ষা আজ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত ১৯ মার্চ।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত ১৯ মার্চ।

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত ১৯ মার্চ। ওই পরীক্ষায় উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় হলে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র ইত্যাদি নিতে নিষেধ করা হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৭ ডিসেম্বর।

 

বিজ্ঞাপন