চাঁদপুরে ইটভাটায় যুবক নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি ইটের ভাটায় বাবু (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করেছে।
বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর - হরিপুর মাঠের আতিক শাহ ইটভাটায় এ ঘটনা ঘটে।
ইটভাটা কর্তৃপক্ষ বলছে, চুরি করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে বাবু নিহত হয়েছেন। পরে পুলিশ ফয়সাল ও শাহপরাণ নামে দুই যুবককে আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার (৮ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করা হয়। তারা হাজীগঞ্জ উপজেলার আহম্মেদপুর গ্রামের আসকর বাড়ির বাসিন্দা।
হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবদুল মান্নান ও উপ-পরিদর্শক মো. হাছান জানান, উপজেলার আহম্মদপুর গ্রামের আসকর বাড়ির কামাল হোসেনের ছেলে বাবু তার চার-পাঁচ জন সঙ্গী নিয়ে আতিক শাহ ইটভাটায় মোটর চুরি করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়।
ঐ সময় ফয়সাল, শাহপরাণসহ অন্যরা বাবুকে উদ্ধার করে। পরে এলাকাবাসি টের পেলে তারা আহত বাবুকে হাজীগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ বাবুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
আতিক শাহ ইটভাটার পরিচালক নেছার আহম্মেদ বলেন, ‘ব্রিক ফিল্ডের বেশ কয়েকজন কর্মচারীর কাছে বিষয়টি শুনে পুলিশে খবর দিয়েছি। ব্রিক ফিল্ডে মোটর চুরি করতে এসে এ দুর্ঘটনার শিকার হতে পারে। বাবু এলাকায় চোর হিসেবে পরিচিত।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘পুলিশ বিষয়টি তদন্ত করছে।’