ভারতের রাষ্ট্রপতির সফরে দুই দেশের সকল দিক নিয়ে আলোচনা হবে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরে দুই দেশের সকল দিক নিয়ে আলোচনা হবে। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশ যা ৭১ স্বাধীনতা যুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন মঙ্গলবার (১৪ ডিসেম্বর)  ভারতের রাষ্ট্রপতির সফর নিয়ে আয়োজিত ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে ঢাকায় আসছেন আগামী ১৫ ডিসেম্বর।  আগামী ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে  আমন্ত্রণ জানানো হয়েছে। 

এক প্রশ্নের উত্তরে বলেন, এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে বাকি টিকা পেতে কোনো প্রকার সন্দেহ নেই। ভারতে মহামারী সৃষ্টি হওয়ার ফলে টিকা আসা বন্ধ হয়েছে। তাদের সুবিধামত টিকা পাঠাবে। 

ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও সোনালী অধ্যায় চলছে। 

তিনি ভারত বাংলাদেশ ভিসা নিয়ে বলেন, দুই দেশের ভিসা ধীরে ধীরে চালু করা হচ্ছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন বলেন, এবারের সফরটি বিশেষ করে আনুষ্ঠানিক। এ সফরে কোনো চুক্তির হওয়ার সফর সম্ভাবনা নেই।