দেশে ষড়যন্ত্র হচ্ছে: শামীম ওসমান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান বলেছেন ‘দেশে ষড়যন্ত্র হচ্ছে। সামনে আরও ষড়যন্ত্র হবে এবং ঠিক রজত জয়ন্তী, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এই খেলাগুলো শুরু হয়েছে’।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা পিছন থেকে এখনো এ দেশের শান্তি নষ্ট করার জন্য খেলা খেলছেন, যারা পিছন থেকে এখনো এ দেশকে টেনে ধরার চেষ্টা করছেন এবং যারা এদেশের স্বাধীনতাকে নসাৎ করার জন্যে অপপ্রয়াস চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি খেলেন আমরাও মুক্তিযোদ্ধার সন্তান আমরাও খেলবো। সামনে খেলা অব্যশই হবে এবং এই খেলাতে স্বাধীনতার পক্ষের শক্তি জয় লাভ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন কারো পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় না। এই দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাড়িয়েছে। এই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের ভবিষ্যত প্রজন্ম।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমা তুল জান্নাত, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল ও প্রমুখ।