প্রতিপক্ষের চাপাতির আঘাতে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজশাহীর চারঘাট উপজেলায় প্রতিপক্ষের চাপাতির আঘাতে আহত মাইনুল ইসলাম সিলন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) বিকালে প্রতিপক্ষের লোকজন সিলনকে চাপাতি দিয়ে আঘাত করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মাদক ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত সিলন চারঘাটের ঝিকরা গ্রামের রিয়াজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ঝিকরা গ্রামের মাদক চোরাকারবারি দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকালে বেশ কয়েকবার মাদক চোরাকারবারিদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় সিলন এক গ্রুপের পক্ষ নিয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। এ নিয়ে একজন মারা গেছে বলেও শুনলাম। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।