সুবিধাভোগী এমন কারও নাম না দেওয়ার প্রস্তাব বিশিষ্টজনের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকার ও রাজনৈতিক দলের সুবিধাভোগী এমন কেউ যেন নির্বাচন কমিশনে সুযোগ না পায় সে আহ্বান জানিয়েছে বিশিষ্টজনেরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে আয়োজিত সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠক শেষে আসিফ নজরুল এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা হয়নি, তবে সবারই বক্তব্য ছিল, নির্বাচন কমিশনে যারা সুযোগ পাবেন তারা যেন পূর্বে কোনো সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন।

বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে বিশিষ্টজনদের নিয়ে প্রথম দফায় অনুসন্ধান কমিটির এ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

প্রথম দফার এই বৈঠকে ২০ জনের মধ্যে ১৪ বিশিষ্ট নাগরিক উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক আসিফ নজরুল, জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এম কে রহমান, আইনজীবী শাহদীন মালিক, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান।