সাভারে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৮, আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ করার সময় বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এসময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশের দাবি বিএনপির কর্মীরাই পুলিশের ওপর হামলা চালিয়েছে।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ও আটক নেতাকর্মীদের নামপরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে ঢাকা জেলা বিএনপি সভাপতি সালাউদ্দিন বাবুর বাড়িতে বিএনপি নেতার্মীরা বৈঠক করেন। এরপর মহাসড়কে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা করেন। তাদের হামলায় উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও একজন কনস্টেবল আহত হন।

তবে বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে তাদের নেতাকর্মীরা। কিন্তু মহাসড়কে উঠতেই বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিত লাঠিচার্জ শুরু করেন। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী, নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ প্রায় কয়েক'শ নেতাকর্মী। পরে কেন্দ্রীয় অতিথিদের সেখান থেকে উদ্ধার করে দ্রুত পল্টনের পার্টি অফিসে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, বিএনপি কর্মীদের হামলায় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।