নেত্রকোনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নেত্রকোনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (২৩ মে) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া (৩৫) ও সুপারভাইজার সুহেল মিয়া (২৫)। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ধানবোঝাই একটি ট্রাক এবং চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী শাহপরান বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালক আটকে থাকেন। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর থানা পুলিশের এসআই জহুরুল ইসলাম।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, রেকার না থাকায় আটকে থাকা চালককে বের করতে দেরি হয়। পরে ময়মনসিংহ থেকে রেকার এলে উদ্ধার কাজ শুরু হয়।