পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে ধোঁয়া, আতঙ্ক
চট্টগ্রামের পতেঙ্গায় একটি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এতে ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের কাটগর এলাকার ভারটেক্স কন্টেইনার ডিপোতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিইপিজেড ফায়ার স্টেশনের সাব স্টেশন অফিসার মো. শহীদুল্লাহ বলেন, ওই ডিপোর ভেতর একটি কন্টেইনার থেকে ধোঁয়া উঠতে দেখে আমাদের খবর দেওয়া হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমাদের তেমন কিছু করতে হয়নি, এমনিতেই এটা বন্ধ হয়ে গেছে।
তিনি জানান, ওই কন্টেইনারটির আশেপাশে এবং উপরে আরও কন্টেইনার ছিলো। কোনোটির ক্ষতি হয়নি। ধোঁয়া উঠা কন্টেইনারেটিতে তুলা রাখা ছিল, এটি ঠিকঠাক আছে। ওরা যেটা বললো- রফতানির জন্য রাখা এসব কন্টেইনারে নাকি এক ধরনের ওষুধ ব্যবহার করা হয়, বৃষ্টি পড়ায় সেই ওষুধ থেকে নাকি এই ধোঁয়ার সৃষ্টি হতে পারে।
তবে ওই ওষুধটি কোনো ধরণের রাসায়নিক কিনা সেটি জানেন না বলে জানান তিনি।