সংক্রমণ বাড়ছে, দ্রুত বুস্টার ডোজ নিন: স্বাস্থ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফেরে বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা এখনও বুস্টার ডোজ নেননি তারা শিগগিরই নিয়ে নিন।

বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান, যারা এখনও বুস্টার ডোজ নেননি শিগগিরই নিয়ে নিন।

টিকার বুস্টার ডোজ প্রতি মানুষের অনীহা রয়েছে। সেক্ষেত্রে কোনোরকম বাধ্যবাধকতা করা হবে কি না- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যের কোনো বিষয় চাপিয়ে দেওয়া ঠিক নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের অবহিত করা। টিকা নিলে কী সুবিধা না নিলে কী অসুবিধা- এ বিষয়গুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তবে অবশ্যই আমরা বলবো সুস্থ থাকতে এখনই বুস্টার ডোজ নিন। কারণ বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান করবো, যারা এখনও বুস্টার ডোজ নেননি, দ্রুত নিয়ে নিন।