নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল ৫ শিক্ষকের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলা মোড় এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ জন শিক্ষক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী শিক্ষক।

শুক্রবার (২৪ জুন) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেনিন, জান্নাতুল (৩৫)। তারা চারজন শিক্ষক। আরও একজন হলেন মো. সেলিম (৪৫)। তিনি একজন ড্রাইভার।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মোরশেদ আলম।