৫-১১ বছরের শিশুদের টিকা জুলাইয়ের শেষে: স্বাস্থ্যের ডিজি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হবে জুলাইয়ের শেষে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জন্মনিবন্ধনের মাধ্যমে শিশুদের এই টিকা দেওয়া হবে। এজন্য শিশুদের জন্মনিবন্ধন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে তাদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শেষ করা ছাড়া টিকা দেওয়া শুরু করা যাচ্ছে না।

এর আগে, সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগস্টের শুরুতে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সুরক্ষা অ্যাপে শিক্ষা কেন্দ্রগুলোতে নিবন্ধন সম্পন্ন হলেই এই কার্যক্রমের শুরু হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, শিশুদের টিকা কার্যক্রমে কিছুটা দেরি হওয়ার কারণ হলো আমরা এখনও নিবন্ধন তালিকা পাইনি। এ ছাড়া আমাদের টিকা পেতেও একটু সময় লেগেছে। কিছু টিকা আমরা এরইমধ্যে পেয়েছি। এর বাইরে আরও তিন কোটি টিকা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, নিবন্ধন তালিকা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি। আবারও তাদের সঙ্গে বসব। নিবন্ধনের কার্যক্রমটা যদি তারা তাড়াতাড়ি করতে পারে, আমরাও তাড়াতাড়ি শুরু করে দিতে পারব। নিবন্ধন ছাড়া আমরা টিকা দিতে পারছি না। তবে আশা করছি আগামী মাসেই শিশুদের টিকা কার্যক্রম শুরু করে দিতে পারব।