জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ জানুয়ারি) বেলা তিনটার দিকে জনসভায় যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে লোকারণ্য হয়ে গেছে রাজশাহীর মাদরাসা মাঠ। নেতাকর্মীতে ভরে গেছে পুরো রাজশাহী। এখন কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। তাদের পর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বেলা ১২টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভার কার্যক্রম শুরু হয়। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে।

বিজ্ঞাপন

জনসভা সফল করতে সকাল থেকেই দলীটির নেতাকর্মীরা রাজশাহীতে আসেন। স্থানীয় নেতাদের দেওয়া নানা রঙের টি-শার্ট ও ক্যাপ পরে তারা জনসভা মাঠে ঢোকেন। বেলা সাড়ে ১১টার মধ্যে মাঠ ভরে যায়। নেতাকর্মীরা বাস, ট্রেন, ট্রাক, লেগুনা, মোটরসাইকেলসহ নানাভাবে আসছেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে জনসভা সঞ্চালনা করছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। জনসভা শেষে আজই ঢাকায় ফেরার কথা আছে শেখ হাসিনার।