সিইসি’র কাছে ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সমর্থকদের ওপর হামলা এবং বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধে নির্বাচনি এলাকার সাতটি পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন অটোরিকশা প্রতীকের স্বতন্ত্রী প্রার্থী কাজী মিজানুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা স্থানীয় সহায়তায় অবস্থান করছে এবং তারা ভোটারদের মারধর ও হুমকি-ধমকি দিচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

রোববার (১২ মার্চ) দুপুরে কাজী মিজানের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন বরাবর করা এক আবেদনপত্রের মাধ্যমে এসব দাবি ও অভিযোগ তুলে ধরা হয়।

কাজী মিজানুর রহমান তার আবেদনে আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে হামলা ও প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এতাবস্থায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ এলাকার ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি জানান তিনি।

পুলিশ চেকপোস্ট বসানোর জন্য র্নিধারিত পয়েন্টগুলো হলো- দশানী-মোহনপুরের সীমানা মুখে ছারাকান্দি বেড়িবাঁধ, নয়ানগর বটতলা মোহনপুরের সীমানা বেড়িবাঁধ, পাঁচানী চৌরাস্তা মোহনপুর সীমানা, উত্তর পাঁচানী বউবাজার মোহনপুর সীমানা, নীলের চর (মিলারচর) মোহনপুর সীমানা, লেদামদি মাথাভাঙ্গা মোহনপুর সীমানা এবং মোহনপুর লঞ্চঘাট পয়েন্ট।

এ বিষয়ে রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে কথা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। প্রয়োজনে ওই নির্বাচনী এলাকায় ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সব ধরনের কার্যকর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে ওই নির্বাচনি এলাকায় হামলার ঘটনা তদন্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

গত শনিবার বিকেলে মোহনপুর ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় অটোরিকশা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠে অপর স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান হাফিজ তপদারের (মোটরসাইকেল প্রতীক) সমর্থকদের বিরুদ্ধে।

হামলায় গুরুতর আহত হন- চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমানের অটোরিকশা প্রতীকের সমর্থক শাহিনা আক্তার ও কাজী হাসান। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, হামলায় স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান হাফিজ তপদারের অনুসারী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হক চৌধুরী দীপুর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

হামলার পর স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান সাংবাদিকদের জানান, হামলার তিন ঘটনায় আলাদা তিনটি মামলার প্রস্তুতি চলছে। তাতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার সমর্থিত শাহীন খালাসী, আল আমিন ও কাজী শরীফসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।

ওই হামলার ঘটনার পর থেকে নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় মোহনপুরের পরিস্থিতি দিনদিন উত্তপ্ত হয়ে উঠেছে। একই সাথে আগামী ১৬ মার্চের ভোট অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে করা সম্ভব হবে কিনা, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা- এসব ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী। তারা হলেন- আব্দুল হাই (নৌকা), কাজী মিজানুর রহমান (অটোরিকশা), আবুল কাসেম (আনারস), ফয়সাল আহমেদ (টেলিফোন), শরীফ মাহমুদ সায়েম (টেবিল ফ্যান), আবু হানিফ অভি (ঢোল), বদিউল আলম (চশমা), হাবিবুর রহমান (মোটর সাইকেল) এবং সেলিম মিয়া (ঘোড়া)।

   

আগামী সপ্তাহের শেষে আসতে পারে তাপপ্রবাহ



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কয়েক বছরের ব্যবধানে দেশের আবহাওয়ায় বিরাজ করছে মরুভূমির তাপে। চলতি বছরের এপ্রিলের শেষআর্ধে ভয়াবহ তীব্রতাপদাহে অতীষ্ঠ হয়েছে সারাদেশের মানুষ। এসময় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা চুয়াডাঙ্গা জেলায়। এর আগে ১৯৭২ সালে রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।পরবর্তীতে মে মাসের প্রথম সপ্তাহে সারাদেশে ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিললেও আগামী সপ্তাহের শেষেআর্ধে তীব্রতাপ প্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চলতি মাসের আবহাওয়া নিয়ে আবহাওয়াবিদ কে এইচ হাফিজুর রহমান বার্তা২৪.কমকে বলেন, আবহাওয়া অধিদপ্তর সাধারণত ৭২ ঘন্টার শক্তিশালী একটি পর্যবেক্ষণ দিয়ে থাকে। সেই হিসেবে আগামী তিনদিন অতিতীব্রতাপদাহ থাকবেনা। সারাদেশে আগামী সপ্তাহে মাঝারি বৃষ্টি পাতের সাথে সপ্তাহের শেষেআর্ধে তাপপ্রবাহ বিরাজ করবে দেশে। এই তাপপ্রবাহ তীব্রতাপদাহে পরিণত হতে পারে তবে অতিতীব্রতাপদাহে পরিণত হবেনা জানান তিনি।

এই আবহাওয়াবিদ বলেন, আগামী সপ্তাহের মত মে মাস জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে মে মাস জুড়ে অতিতীব্রতাপদাহের আশংকা নেই। গ্রীষ্মকালীন যে গরম সেটা তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ওঠেনা। তাই চলতি মাসে অতিতীব্রতাপদাহের কোন সম্ভনা নেই। তবে জুন ও জুলাই মাসে অতিতীব্রতাপদাহের সম্ভবনা রয়েছে জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া নিয়ে কে এইচ হাফিজুর রহমান আরও বলেন, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সেই সাথে আগামীকাল শুক্রবার (১০ মে) একই বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপপ্রবাহের বিরাজ করতে পারে।

;

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট প্রকল্প একনেকে অনুমোদন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট প্রকল্প একনেকে অনুমোদন

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট প্রকল্প একনেকে অনুমোদন

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১৫০ শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট প্রকল্প একনেক অনুমোদন দেয়া হয়েছে। প্রায় ২৮৫ কোটি টাকার এই প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দেবে ১৭৯ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৬শ টাকা। বাকি ১০৪ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৯৫৫ টাকা দেবে সরকার। প্রকল্পের নকশা চূড়ান্ত পর্যালোচনা ও টেন্ডারসহ যাবতীয় কাজ শেষ করে আগামী আগস্ট মাসে কাজ শুরু করার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নবম সভা এই প্রকল্প পাস হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের জন্য নতুন নাম নির্বাচন করতে উন্নয়ন সহযোগীর সাথে আলোচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন।

প্রকল্প আনুমোদনের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী একনেক সভায় চীনের অর্থায়নে ১৫০ বেডের চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিট প্রকল্প অনুমোদন দিয়েছেন। আমি প্রথমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ তার এই সিদ্ধান্তে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মান এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। ধন্যবাদ জানাই দেশের বার্ন ও প্লাস্টিক সার্জারীর কর্নধার স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে, যিনি গত একযুগেরও বেশি সময় ধরে চট্টগ্রামে একটি পূর্নাঙ্গ বার্ন হাসপাতাল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও শিক্ষামন্ত্রী ও হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

শামীম আহসান বলেন, প্রায় ২৮৪ কোটি ৭৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার এই প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দেবে ১৭৯ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৬শ টাকা। বাকি ১০৪ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৯৫৫ টাকা দেবে সরকার। বাংলাদেশের পক্ষ থেকে চীন থেকে আমদানিতে ট্যাক্স ভ্যাট বাবদ ৭০ কোটি টাকাসহ সংযোগ রাস্তা, সীমানা প্রাচীর, বৈদুতিক সংযোগ, দুটি এ্যাম্বুলেন্স, কেমিক্যাল রিএজেন্ট ও আনসারএর খরচ ধরা হয়েছে।

তারা আজ জানিয়েছে, চীনা কতৃপক্ষ শীঘ্রই ডিজাইন রিভিউ ফাইনাল করবেন। এরপর তারা টেন্ডারের মাধ্যমে নির্মান কাজের যাবতীয় কার্যক্রম শেষ করে আগামী আগস্ট মাসে কাজ শুরু করতে পারবেন বলে আশা করছেন।

নির্মাণ কাজ শেষ হলে দেড়শ রোগী একসঙ্গে চিকিৎসা সেবা নিতে পারবেন। ১০টি আইসিইউ বেড, ১০টি পুরুষ ও ১০টি মহিলা এবং ৫টি শিশু এইচডিইউ বেড থাকবে। এই প্রকল্পে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটার থাকছে জানান হাসপাতাল পরিচালক।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে চীনা প্রতিনিধি দল কর্তৃক চট্টগ্রাম বার্ন ইউনিটের স্থান নির্বাচন করা হয়। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি দুই দেশের সরকারের মধ্যে প্রাথমিক নকশা চুক্তি স্বাক্ষরিত হয়। একই বছরের ৩০ মার্চ প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৬৩০ বর্গমিটার জায়গা জুড়ে ৯ হাজার বর্গমিটার ফ্লোর স্পেসে বিভিন্ন বিভাগসহ ১০ শয্যার আইসিইউ এবং ২৫ শয্যার এইচডিইউ ও তিনটি অত্যাধুনিক অপারেশন থিয়েটারসহ ৬ তলা ভবন বিশিষ্ট ১৫০ শয্যার বার্ন ইউনিট নির্মিত হবে।

;

স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পড়লেন ধরা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পড়লেন ধরা

স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পড়লেন ধরা

  • Font increase
  • Font Decrease

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ রুমা নামের এক নারী ফোন করে জানান, কাওসার নামের এক ব্যক্তির রুমে ইয়াবা আছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় থানা পুলিশ। তবে পুলিশের অভিযানে স্বামী কাওসারকে ফাঁসাতে গিয়ে উল্টো ফেঁসে গেলেন রুমা। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন জাকির (৩৩) নামে এক মাদক বিক্রেতা।

এমন অভিনব ঘটনা ঘটেছে রাজধানীর তেজগাঁও থানার নাখালপাড়ায়।

বৃহস্পতিবার (৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, ১৪ পিস ইয়াবাসহ রুমা আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামীর ঘরে ইয়াবা রেখে ফাঁসিয়ে দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। কিন্তু পরে স্বীকার করেন স্বামীকে ফাঁসাতেই তিনি নিজে এই ইয়াবা কিনে সেখানে রেখেছেন। পরবর্তীতে রুমার দেওয়া তথ্যের ভিত্তিতে জাকির (৩৩) নামে আরও এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

ওসি মহসীন বলেন, গ্রেফতার রুমা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা গ্রামের মৃত সাবির উদ্দিনের মেয়ে। ১২ বছর আগে বিয়ে হয় প্রবাসী কাওসার ও রুমার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে। তারা উভয়েই পরস্পরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন। এই ঝগড়া বিবাদের কারণে কাওসার বিদেশ থেকে চলে আসেন এবং ঢাকায় একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন।

দেশে ফিরলে তাদের মধ্যে বিবাদ আরও বাড়তে থাকে। এরই মধ্যে বোনের জন্য স্বামীর কাছ থেকে টাকা নেন রুমা। সেই টাকা দিয়েই জাকিরের কাছ থেকে ১৪ পিস ইয়াবা কিনেন। পরে সেই ইয়াবা শোয়ার ঘরে একটি ব্যাগে ঢুকিয়ে ৯৯৯ এ ফোন করেন। পুলিশ গেলে রুমার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুমা ইয়াবা কিনে স্বামীকে ফাঁসানোর জন্য এই পরিকল্পনার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করা হয়।

;

দেশে ঋণখেলাপির সংস্কৃতি জিয়াউর রহমান চালু করেছে: প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য: ফোকাস বাংলা

  • Font increase
  • Font Decrease

দেশে ঋণখেলাপির সংস্কৃতি জিয়াউর রহমানের মাধ্যমে চালু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জিয়াউর রহমানের মাধ্যমে চালু হওয়া ঋণ খেলাপি পরে এরশাদ, খালেদা জিয়ার মাধ্যমে সম্প্রসারিত হয়েছে। যারা এখন গণতন্ত্রের প্রবক্তা হয়ে উঠেছেন, তাদের জন্মটা যেন কীভাবে সেটি কি তারা ভুলে গেছেন? ভোটের অধিকার কেড়ে নেয়া, গণতন্ত্রহীনতা এগুলো তো জিয়ার আমলেই শুরু হয়।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সরকারি প্রকল্পে দেশের টাকা মারার কোনো সুযোগ রাখেননি বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার অফার কখনো নেননি। জনগণের ভোটে না জিতে ক্ষমতায় আসা সরকার কতটা ভয়ংকর হয়, সেই অভিজ্ঞতাও আছে।

দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদই বিএনপি আমলের চিত্র ছিলো। তাদের দুঃশাসনেই দেশে জরুরি অবস্থা জারি হয় বলেও দাবি করেন সরকার প্রধান।

জনগণ ভোট দেবে না জেনেই বিএনপি নির্বাচনে যায়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের হাত থেকে প্রধান বিচারপতি-সাংবাদিক কেউ নিরাপদ নন। প্রধান বিচারপতির চেম্বারের দরজায় লাথি মারার অভ্যাসও দলটির আছে তো। এহেন কোনো অপকর্ম নাই যা, তারা করেনি। আসলে বিএনপির নেতারা নিজের চেহারা আয়নায় দেখেন না।

;