লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে কাভার্ডভ্যান চাপায় মো. মারুফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে মান্দারী-দিঘলী সড়কের হরকার দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ জেলা সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব জামির তলী গ্রামের হাজী বাড়ির রুহুল আমিন কাজীর ছোট ছেলে। তিনি আইনের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, মারুফ মোটরসাইকেল চালিয়ে মান্দারী থেকে দিঘলী সড়ক হয়ে জামির তলীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মারুফের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।