চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে হাত খোয়ালো শিশু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে দুই বছরের এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মিরপুর বিভাগের (দারুস সালাম জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গণমাধ্যমকে জানান, চিত্রা হায়েনার খাঁচাটি সাত ফুট উচু লোহার রড ও বেড়া দিয়ে ঘেরা। তার ফুটখানেক আগে লোহার রড দিয়ে একটি নিরাপত্তা বেষ্টনী আছে। ওই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম না করার বিষয়ে নির্দেশনা সেখানে টানানো আছে। শিশুটি কোনোভাবে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বেড়ার ফোকর দিয়ে ডান হাত এগিয়ে দিলে হায়েনা তা কামড়ে ছিঁড়ে নেয়।

জানা যায়, শিশুটিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তা মফিজুর জানান, মা শিউলিসহ ছয় স্বজনের চিড়িয়াখানায় এসেছিল শিশুটি।সবার অগোচরে ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবুও এখানে কারও গাফিলতি আছে কি না সেটি তদন্ত করে দেখা হচ্ছে।