ডেঙ্গুতে জুন মাসেই ৩৪ জনের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। মৌসুম শুরু না হতেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা। আর এর সঙ্গে বাড়ছে মৃত্যু। শুধু চলতি জুন মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এ বছর ডেঙ্গু পরিস্থিতি আগের বছরগুলোর তুলনায় মারাত্মক হতে পারে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর প্রস্তুতি নিতে হবে। পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে গত বছর প্রথম ছয় মাসে একজনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯। সেই হিসাবে চলতি বছরের পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭ হাজার ৯৭৮ জন আক্রান্ত ও ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৭ হাজার ৯৭৮ জন রোগীর মধ্যে ঢাকায় ৬ হাজার ৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৯৯ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৬৬২ জন। ঢাকায় ৫ হাজার ১০১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ বছর ডেঙ্গুর ধরন (ভেরিয়েন্ট) ডেন-২-এ বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সীমিতসংখ্যক নমুনা বিশ্লেষণে দেখা গেছে, ৬২ শতাংশ রোগী ডেঙ্গুর ধরন ডেন-২-এ আক্রান্ত হয়েছেন। বাকি ৩৮ শতাংশ আক্রান্ত হয়েছেন অন্য ধরন ডেন-৩-এ। আইইডিসিআর ডেঙ্গুর ধরন সম্পর্কে এ তথ্য জানিয়েছে।

এবছর প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলছেন। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।