কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
কুড়িগ্রামে ঘরের চালে টিন লাগাতে গিয়ে তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত কাঠমিস্ত্রী আব্দুস সালাম চরভূরুঙ্গামারী ইউনিয়নের ভেল্লীকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে নতুনহাট বাজারের দোকান ঘরের চালের টিন লাগাতে ওঠার সময় ঝুলে থাকা বিদ্যুতের তার লেগে আহত হয়ে মাটিতে পড়ে যায় সালাম। এ সময় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, আহত আব্দুস সালামকে হাসপাতালে আনার আগেই মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনা জানার পরই হাসপাতালে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করেছে। মরদেহ পরিবার নিয়ে গেছে।