কমনওয়েলথ সদস্য দেশগুলো থেকে আরো বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে 'বিশেষ নীতি' সহায়তার সুবিধা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের 'বাংলাদেশ অপরচুনিটি' শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
সালমান এফ রহমান বলেন "বিশ্বের স্বপ্লোন্নত ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এছাড়া সমুদ্রপথ নিয়ন্ত্রণ ও বৈশ্বিক বাণিজ্যের প্রতিযোগিতায় বঙ্গোপসাগর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে অবদান রাখছে।
তিনি আরও বলেন, এই বছরের শেষ নাগাদ বাংলাদেশের অর্থনীতির আকার ৪৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি পোশাক রপ্তানি, স্থিতিস্থাপক রেমিট্যান্স প্রবাহ এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি গত এক দশক ধরে প্রবৃদ্ধিকে ধরে রেখেছে।
এ সময় তিনি ফ্রিল্যান্সিং নিয়ে একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, একবার এক ছেলে আমার কাছে অভিযোগ নিয়ে। সে বিদেশি একটি কোম্পানির ওয়েবসাইট এর কাজ করে ৫০০ ডলার দেশের ব্যাংকে নিয়ে আসছে কিন্তু ব্যাংক তাকে এই টাকা দিবে না। তার কাছে কন্ট্রাক্টের কাগজ চায়। তখন আমি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করি বিষয়টি নিয়ে। প্রধানমন্ত্রী আইটি মিনিস্ট্রির মাধ্যমে ফ্রিল্যান্সারদের জন্য সরকারিভাবে ফ্রিল্যান্সার কার্ড এর ব্যবস্থা করে দেন।
কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড মারল্যান্ড বলেন, বাংলাদেশ পোশাক রফতানির মাধ্যমে বিশ্বে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। কমনওয়েলথের দেশগুলো বাংলাদেশের পোশাকশিল্প থেকে শিখতে পারে। কমনওয়েলথের মাধ্যমে সকল সম্ভাবনাকে সহযোগিতা করতে চাই। প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন মানুষের আবাসস্থল কমনওয়েলথ দেশগুলো উন্নত অর্থনীতি এবং উন্নয়নশীল অর্থনীতি উভয়কে এক জায়গায় নিয়ে এসেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সম্মেলনে দুই দিনব্যাপী কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১৩ জন মন্ত্রীসহ ৩০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিবেন।
সেমিনারে আরও আলোচনা করেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সাচন কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ইউনিলিভার বাংলাদেশের প্রেসিডেন্ট জাভেদ আখতার এবং ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শ্রীনি নাগরাজন।
এর আগে সকালে ঢাকায় প্রধান অতিথি হিসেবে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।