কক্সবাজারের মোড়ে মোড়ে তল্লাশি: থার্টি-ফার্স্টে বন্ধ থাকবে বার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের মোড়ে মোড়ে তল্লাশি: থার্টি-ফার্স্টে বন্ধ থাকবে বার

কক্সবাজারের মোড়ে মোড়ে তল্লাশি: থার্টি-ফার্স্টে বন্ধ থাকবে বার

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টেও তল্লাশি চৌকি পেরিয়ে সব পর্যটককে নামতে হচ্ছে সৈকতে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে পুলিশের চেকপোস্ট দেখা গেছে। যেখান সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি।

বিজ্ঞাপন

টুরিস্ট পুলিশ কক্সবাজারের মিডিয়া মুখপাত্র আবুল কালাম বলেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবারও সৈকতের উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন বন্ধ রাখা হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে প্রচারণা চালানো হচ্ছে। ৩০ ও ৩১ ডিসেম্বর কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি ছাড়া কাউকে সৈকতে নামতে দেওয়া হবে না।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, ২৯ ডিসেম্বর থেকে ৩ দিনব্যাপী বিশেষ নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে কক্সবাজার শহরকে। ১০টি জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে যানবাহনগুলোকে।

বিজ্ঞাপন

জসীম উদ্দিন বলেন, অব্যাহত নজরদারি মধ্যে সাদা পোশাকেও নিয়োজিত আছে পুলিশ সদস্যরা। শহরের যানজট নিয়ন্ত্রণেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সন্দেহজনক লোকজনকেও তল্লাশি করা হচ্ছে।

উন্মুক্ত কোনো আয়োজন থাকছে না জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, কয়েকটি তারকামানের হোটেলে অভ্যন্তরীণ আয়োজন হচ্ছে। এতেও কঠোর নিরাপত্তা জোরদার থাকবে।

কক্সবাজারের লাইসেন্স প্রাপ্ত সব পানশালাগুলোর (অ্যালকোহল বার) বন্ধ থাকবে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন।