এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস, উচ্ছ্বাসিত যাত্রীরা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হলো বিআরটিসি’র বাস চলাচল। এতে উচ্ছ্বাসিত এই রাস্তায় চলাচলকারী যাত্রীরা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ’র খেজুর বাগানের সামনে থেকে বিআরটিস‘র বাস চলাচল শুরু হয়।
মোহাম্মদপুর থেকে উত্তরার জসিমউদদীন অফিসগামী যাত্রী তোফাজ্জল কবির বলেন, এখন মাত্র ২৫/৩০ মিনিটেই উত্তরা চলে যেতে পারবো। আরেকটি ব্যাপার হলো, এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোল লাগলেও ভাড়া বাড়ানো হয়নি। তাই বিআরটিসি চেয়ারম্যানকে বাস চালু করায় ধন্যবাদ জানান তিনি।
মানসিক শান্তি ফিরে আসবে ও কর্মক্ষমতা বাড়বে জানিয়ে ফার্মগেট থেকে উত্তরায় অফিসগামী যাত্রী শরীফ আহমেদ বলেন, ‘আগে এই রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। আবার যাত্রী না পাবার অজুহাতে পাবলিক বাসগুলোও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করছে না। বিআরটিসি বাস চালু হওয়ায় আমার জন্য খুবই ভাল হয়েছে। এখন আমি অল্প সময়েই অফিসে পৌঁছাতে পারবো।’
এসময় বাসে থাকা অন্যান্য যাত্রীরাও বার্তা২৪.কম প্রতিবেদকের কাছে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে সংসদ ভবনের সামনে থেকে দুইটি সিগনাল পার হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হবে বলে কিছুটা সময় বেশি লাগবে বলেও অনেকে আশংকা প্রকাশ করেন।
প্রসঙ্গত, এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে। ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল ৭টা থেকে সারা দিন-রাত চলবে বাসগুলো।
এর আগে ২ সেপ্টেম্বর বিমানবন্দর এলাকার কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে যান চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।