বিদ্যালয় প্রাঙ্গণে 'বঙ্গবন্ধুর ম্যুরাল' উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ পশ্চিম ষোলশহর রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত জাতির জনক 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল' উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন স্থানীয় (চট্টগ্রাম-৮) আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

বিজ্ঞাপন

পরে একই প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান আল মাহমুদ বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। এসময় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে অবিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের (এডহক কমিটি) সভাপতি মোঃ তালেব আলীর সভাপতিত্বে এবং শিক্ষক হাফেজ মোঃ আবু ইউসুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেবুন নিছা খানম, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি,মনির আহমদ মনি, মাহবুবুল আলম, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন সাকু, জোবাইদা খাতুন, সুভাষ চন্দ্রনাথ, জাহিদুল আলম জাহিদ প্রমুখ।