উৎসবের লতিফপুরে হঠাৎ নামল শোকের ছায়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামের আকবর শাহ থানার লতিফপুর এলাকা। সেখানকার মহাজন বাড়িতে চলছিল বিশ্বকর্মা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরে পুরো বাড়িতে ছিল উৎসবের আমেজ। কিন্তু কে জানত, সেই আনন্দ ঢেকে যাবে মন খারাপের বিষণ্নতায়। ১৮ বছর বয়সী এক তরুণের মর্মান্তিক মৃত্যুতে মুহূর্তেই সেই উৎসবের পরিবেশে নেমে আসে শোকের ছায়া।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পূজামণ্ডপে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় কুনাল দত্ত নামের ওই তরুণের।

বিজ্ঞাপন

কুনাল দত্ত ওই এলাকার কৃষ্ণ দত্তের একমাত্র ছেলে। তিনি এবার লতিফপুর আব্দুল জলিল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবং স্নাতকে ভর্তির জন্য অপেক্ষমান ছিলেন।

কুনালের প্রতিবেশী সানী আশ্চর্য বার্তা২৪.কমকে বলেন, ‘গত রাতে বিশ্বকর্মা পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক নাচানাচি করেছিল কুনাল। রাত ১১ টার দিকে খালি পায়ে ঘামে ভেজা শরীর স্ট্যান্ড ফ্যানের সুইচ দিতে গিয়ে ২০০ ভোল্টেজ বৈদ্যুতিক লাইনে পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়৷ এসময় সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় বুঝতে পারেনি। পরে নজরে আসলে কুনালের দুই বন্ধু তাকে রক্ষা করার চেষ্টা করলে তারা বিদ্যুতের ঝাঁকুনি খেয়ে তাকে ছেড়ে দেয়। পরে ওই লাইটি বন্ধ হয়ে গেলে কুনালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যায় আমি। ডাক্তার পরীক্ষার করে তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্বকর্মা পূজ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। পুরো আয়োজনটি বলতে গেলে কুনালের উদ্যোগে হচ্ছিল। সে নিজ থেকে প্রায় ৩০ হাজার টাকা পূজোর জন্য দিয়েছে। তার এমন মৃত্যুর খবর শুনে রাত থেকে লতিফপুর এলাকার মানুষ কুনালের বাড়িতে ভিড় করেন। তার মৃত্যুতে উৎসবে বাড়িতে কান্নার আহাজারিতে পরিণত হয়েছে। বন্ধ হয়ে যায় পূজার কার্যক্রম।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘লতিফপুর এলাকা থেকে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’