এফসিপিএস চিকিৎসক হিসেবে রোগী দেখতেন উচ্চ মাধ্যমিক পাস খোরশেদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

উচ্চ মাধ্যমিক পাস খোরশেদ আলম

উচ্চ মাধ্যমিক পাস খোরশেদ আলম

চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে মোহাম্মদ খেরশেদ আলম (৪৫) নামের এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এই দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

দণ্ডিত খোরশেদ আলম নিজেকে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন) ও এমডি (নিউরোলজি) পাস করা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। নগরীর জামাল খান এলাকার আল্ট্রা অ্যাসে নামক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখতেন তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নগরীর চকবাজারে পারেড কর্নার এলাকায় অনকলে (বাসায় এসে) একজন রোগী দেখতে আসেন অভিযুক্ত খেরশেদ আলম। এসময় তার চিকিৎসাপত্র দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা পরিচিত এক চিকিৎসককে বিষয়টি জানান। রোগীর পরিচিত ওই চিকিৎসক তাকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে জানান।

বিজ্ঞাপন

অভিযোগ পেয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তিনি লিখিত অভিযোগ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ২০১০ সালের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী অভিযুক্তকে ২ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভুয়া পরিচয়ের বিষয় জানাজানি হওয়ার পর অভিযুক্ত ভুয়া চিকিৎসক নিজেকে উচ্চ মাধ্যমিক পাস বলে দাবি করেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।