আইভি স্যালাইন সংকটে বরিশাল

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

আইভি স্যালাইন সংকটে বরিশাল

আইভি স্যালাইন সংকটে বরিশাল

সরবরাহ কম ও চাহিদা বেশি থাকায় বরিশাল নগরীতে আইভি স্যালাইন গত দুই মাস ধরে সংকট থাকলেও বর্তমানে চরম আকার ধারণ করেছে।

ঔষধ ব্যবসায়ী আরিফুর রহমান সোহেল বলেন, ‘বরিশালে বর্তমানে ডেঙ্গু রোগের প্রকোপ ও রোগী বেশি। অস্ত্রপচার ছাড়াও অর্থপেডিক্স, গাইনী ও শিশু ওয়ার্ডের চিকিৎসাধীন রোগীদের জন্য আইভি স্যালাইন প্রয়োজন। প্রতিদিন অন্তত ৬-৭ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হয়। কিন্তু ২-৩ হাজারের বেশি স্যালাইন সরবরাহ নেই। বড় বড় ফার্মেসী ছাড়াও স্যালাইন পাওয়া যায় না। ৮৫ থেকে ৯০ টাকা দামের স্যালাইন ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হয়।'

বিজ্ঞাপন

নিজাম নামে রোগীর এক স্বজন জানান, রোববার সকালে নগরীর সদর রোডের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকল ফার্মেসিতে ঘুরেও এনএস স্যালাইন পাইনি । শুধু ডেঙ্গু রোগীই নয়। হাসপাতালে কোনো রোগী এলে সকলকে প্রথমে স্যালাইন দেয়া হয়। প্রতিদিন গড়ে শেবাচিম হাসপাতালে দেড় থেকে দুই হাজার রোগী থাকে। এসব রোগীদের প্রত্যেকদিন কম হলেও দুই থেকে তিনটি স্যালাইন প্রয়োজন। হাসপাতাল থেকে প্রতিদিন একটি করে দিলেও বাকী প্রয়োজনীয় স্যালাইন বাইর থেকে কিনতে হয়। কিনতে এসেই বিপাকে পড়তে হয় ।

এ বিষয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, সরকারি হাসপাতালে স্যালাইনের কোনো সংকট নেই। বাইরের সংকট থাকলে সেটা ঔষধ প্রশাসন ভালো বলতে পারবে।

বিজ্ঞাপন