চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পরীক্ষায় অনুপস্থিত ৯৩৩, বহিষ্কার ২



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম চট্টগ্রাম 
চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পরীক্ষায় অনুপস্থিত ৯৩৩, বহিষ্কার ২

চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পরীক্ষায় অনুপস্থিত ৯৩৩, বহিষ্কার ২

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রসমূহে আজ এইচএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সাথে অসদুপায় অবলম্বনে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১১৩ টি কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ৯৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে চট্টগ্রামে ৬৪০ জন, রাঙ্গামাটিতে ৪০, খাগড়াছড়ি ৭১, বান্দরবান ৩১ ও কক্সবাজারে ১৫১ জন অনুপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বান্দরবান মহিলা কলেজ কেন্দ্রের ব্যবসায় শিক্ষা বিভাগের একজন এবং সীতাকুণ্ড মহিলা কলেজ কেন্দ্রের মানবিকের অপর এক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।’

   

মৌসুমের শুরুতেই পল্লি নির্মাণে ব্যস্ত শুটকি শ্রমিকরা



কেএম শাহাবুদ্দিন শিহাব, ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা ২৪.কম, কুয়াকাটা (কলাপাড়া)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পটুয়াখালীর কুয়াকাটায় মৌসুমের শুরুতেই পল্লি নির্মানে ব্যস্ত সময় পার করছেন শুটকি তৈরির শ্রমিকেরা। শুটকি পল্লীতে এখন যেন দম ফেলারও সময় নেই। শীতের বাজার ধরতে পল্লীতে বাসা, চাং ও দোকান নির্মাণে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। চার মাসের মৌসুমে প্রায় কোটি টাকার কেমিক্যালমুক্ত শুটকি বিক্রি হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

সরেজমিন ঘুরে জানা যায়, কেমিক্যালমুক্ত শুটকি উৎপাদন করে পটুয়াখালীর কুয়াকাটার ব্যবসায়ীরা দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও শীতের প্রথম বাজার ধরতে পল্লীতে চাং, বাসা ও দোকান নির্মাণ করছেন তারা। তারই ধারাবাহিকতায় এরপর পুরোদমে শুরু হবে শুটকি করার কাজ; যা প্রায় সাড়ে চারমাস ধরে চলবে। 

স্থানীয় শ্রমিক মো. দুলাল বলেন, শুটকি পল্লীর মালিকরা শীতের প্রথম মৌসুম ধরবে। এখন দম ফেলারও সময় নেই তাদের।  

তিনি আরও বলেন, একটি পল্লী নির্মাণে প্রায় ১৮ দিন সময়ের প্রয়োজন হয় তাদের।  কেমিক্যালমুক্ত ও পরিচ্ছন্নতার সঙ্গে শুটকি তৈরি করায় এখানে অনেক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি। 

স্থানীয় শুটকি প্রস্তুতকারী সেলিম বার্তা২৪কে বলেন, এ পল্লীতে লইট্ট্যা, ফাইস্যা, ছুরি, ছোট চিংড়ি, ছোট পোয়া, রূপচাঁদা, লাক্ষাসহ প্রায় ৪০ জাতের মাছ শুটকি করা হয়। প্রতিবছর কয়েক কোটি টাকার শুটকি বিক্রি হয় বলেও জানান তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো জাহাঙ্গীর হোসেন বলেন, ইতিমধ্যে কুয়াকাটার মাস্টার প্ল্যান করা হয়েছে। কর্তৃপক্ষ আইন প্রসেসিংয়ে রয়েছে যা সম্প্রতি চলে আসবে। কুয়াকাটায় সকল কিছু পরিকল্পিতভাবে করা হবে। কুয়াকাটায় যারা মাছ শুটকি করে থাকে তারা বেশ ভালো অভিজ্ঞ। শুটকি প্রস্তুতকারী ও বিক্রেতাদের একই ছাতার নিচে আনা হবে। প্রস্তুতকারীদের একটি স্থায়ী জায়গায় দেওয়া হবে। যাতে বিশৃঙ্খলভাবে কেউ শুটকি শুকাতে না পারে। ইতিমধ্যে কাজ চলমান রয়েছে। দ্রুত বাস্তবায়ন করা হবে।

;

সিরাজগঞ্জে কার্ভাড ভ্যানে আগুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা ২৪.কম, সিরাজগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

 

বিএনপিসহ সমমনা দলের ডাকা ৪৮ঘন্টা অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়েছে। 

রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের এ গাড়ীতে আগুন দেয়া হয়েছে। আগুনে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মুল্যবান মালপত্র পুড়ে গেছে। 

সোমবার (৪ ডিসেম্বর) সকালে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবনা থেকে ঢাকাগামী করতোয়া পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি পৌনে দশটার দিকে উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিলে সামনে পড়ে। এসময় অবরোধ সমর্থকরা ইটপাটকেল ছুড়লে চালক গাড়ী থামিয়ে দেয়। তখন অবরোধ সমর্থকরা গাড়ীর সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে কাভার্ডভ্যানের সম্মুখভাগ ও কিছু মালপত্র পুড়ে গেছে। 

তবে চালক ও সহযোগী গাড়ী থেকে নেমে যাওয়ায় তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন।




;

চট্টগ্রামে ১৫ মিনিটের ব্যবধানে ২ বাসে আগুন, দগ্ধ চালক-সহকারী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় রিল্যাক্স পরিবহনের একটি স্লিপার কোচের বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চালক ও সহকারী দগ্ধ হয়েছেন। এসময় দুর্বৃত্তরা একাদিক গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে নগরীর দামপাড়া বাস কাউন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাসচালক মো. তারেক, হেলপার মো. নাজমুল ও সুপারভাইজার আব্দুর রহিম। এদের মধ্যে চালকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়, একইসাথে হাতের একটি অংশ দগ্ধ হয় সহকারীর। ভাঙা গ্লাসে ওই বাসের সুপারভাইজারের হাত জখম হয়।

এর মাত্র ১৫ মিনিট আগে নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, রাস্তায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

রাত পৌনে ১১টার দিকে দামপাড়া বাস কাউন্টার এলাকায় সরেজমিনে দেখা যায়, বাস কাউন্টারের সামনে রাস্তায় কয়েকটি স্থানে গাড়ির ভাঙা কাঁচের গুঁড়ো পড়ে আছে। একাদিকে মশালে ব্যবহৃত পুড়া কাপড়ের পোটলা ছড়িয়ে ছিটিয়ে আছে। রিল্যাক্স পরিবহনের বাসটির ভেতরে চালকের পাশে থাকা জানালার কাঁচের ভাঙা অংশ পরিস্কার করছে বাসের কর্মীরা৷ এর পাশে সোদিয়া পরিবহনের একটি বাসের সামনের গ্লাস দুর্বৃত্তের ছুঁড়া ঢিলে ফেটে আছে৷ রিল্যাক্স বাসে আগুনের ক্ষত না থাকলে অন্য চালক ও সহকারী নিয়ে যথা সময়ে যাত্রী নিয়ে ১১ টায় বাসটি ঢাকার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন লোক হঠাৎ মশাল নিয়ে এসে বাস ভাঙচুর করে মশালের আগুন নিক্ষেপ করে। তা গিয়ে চালক ও হেলপারের গায়ে লাগে। তাৎক্ষণিক লোকজন নিজেদের চেষ্টায় আগুনি নিভিয়ে ফেলে। পরে চালক ও হেলপারকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা রেফার করে দেয়। 

রিল্যাক্স পরিবহনের বাসের মালিক শিহাব উদ্দিন চৌধুরীর হতাহতের পরিচয় নিশ্চিত করে বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের গাড়িটা যাত্রী উঠানোর জন্য রাস্তার পাশে পার্কি অবস্থা ছিল৷ দক্ষিণ দিক থেকে হঠাৎ ৪ থেকে ৫ জন লোক এসে প্রথম ওইখানে থাকা একটি অটোরিকশার গ্লাস ভাঙছে, পরে একটি সৌদিয়া বাসের গ্লাস ভাঙে। এরপর আমার রিল্যাক্স গাড়ির গ্লাস ভেঙে ভেতরে অগ্নিসংযোগ করে। এসময় আমার বাসে ভেরতে চালক আর সহকারী ছিল। তাদের মধ্যে চালকের শরীরে আগুন ধরে যায়৷ এতে তার শরীরে বিভিন্ন অংশে পুড়ে যায়। আমার চালকের খুবই অবস্থা খারাপ। তাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার বার্ণ হাসপাতালে রেফার করে দিছে ডাক্তার। একই স্থানে থাকা সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে উপরেও আগুন দেয়। এসময় হেলপারের হাতের একাংশ পুড়ে যায়, আহত হয় বাসের সুপারভাইজারও আব্দুর রহিম। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলশী থানায় গেছেন, এ বিষয়ে মামলা করা হবে।'

নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগ করে এ পরিবহন মালিক বলেন, 'এর আগেও কুমিল্লা ও কক্সবাজারে আমাদের দুটির গাগির গ্লাস ভেঙেছে দুর্বৃত্তরা। এই এলাকাটা হলো দামপাড়া পুলিশ সাইন্স। পুলিশ লাইন্সের সামনেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আর আমাদের সরকার ও মালিক সমিতি বলছে গাড়ি চালানোর জন্য। কিন্তু আমরা তাদের আদেশ মানতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি।'

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুবেল হাওলাদার বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি৷ কিছু লোক মহাশ নিয়ে এসে বাসে আগুন দেয়৷ এতে ওই বাসের চালক ও হেলপার দগ্ধ হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।'

এ সময় আরও দুটি গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন ওসি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন বলেন, ‘দাঁড়িয়ে থাকা বাসটির চালক তার আসনে ছিলেন৷ তার পাশে থাকা ছোট্ট জানালাটিও খোলা ছিল। রাত পৌনে দশটার দিকে পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল থেকে চালকের আসনের পাশে থাকা জানালা দিয়ে আগুনযুক্ত কিছু একটা বাসে ছুঁড়ে মারে। এতে চালক কিছুটা দগ্ধ হলেও এসময় ক্ষতি হয়নি। আগুন ছড়াতে পারেনি।’

এর আগে, রাত সাড়ে নয়টার দিকে নগরীর আকবরশাহ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই বিষয়ে সিএমপির পশ্চিম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-পশ্চিম) শেখ সাব্বির হোসেন বলেন, ‘ওই বাসের ভেতরের দিকে কেউ আগুন দিয়ে বেরিয়ে পড়েছে। এতে কেউ দগ্ধ না হলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এনেছে।’

এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান বাহিনীটির সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।

;

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্ত্২৪,কম চাঁপাইনবাবগঞ্জ
সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি। ছবি : সংগৃহীত

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (৩ডিসেম্বর) সকালে জেলা শহরের বড় ইন্দেরা মোড় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং সভাপতিত্বে আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন ফিজিওথেরাপিস্ট ডাক্তার হাসান মাহমুদ, বিদ্যালয়ের নির্বাহী সচিব আব্দুল হাসান ও শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন বলে গণ্য করতে হবে। তারা সমাজের মৌলিক একটি অংশ, তারা আরও বলেন সরকার ও সমাজের বিত্তবান মানুষেরা এ সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে এগিয়ে আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে সুবিধা বঞ্চিত এসব শিশু কিশোররা।’

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শেষ হয়।

;