গাজীপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই মালবাহী গাড়িতে আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাজীপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই মালবাহী গাড়িতে আগুন

গাজীপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই মালবাহী গাড়িতে আগুন

গাজীপুরে এক ঘণ্টার ব্যবধানে দুইটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) মহানগরীর বাসন জোগির মোড় এলাকায় একটি মালবাহী পিকআপ ও ধীরাশ্রম এলাকায় চলন্ত মালবাহী ট্রাক থামিয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর বাসন জোগির মোড় একালায় একটি মালবাহী পিকআপ ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের দিকে যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে ট্রাকটি থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় দ্রুত গাড়িতে থাকা চালক ও হেলপার নেমে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে পিকআপের বেশিভাগ অংশ আগুনে ভস্মীভূত হয়ে যায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে এ ঘটনার ১ ঘণ্টা আগে শনিবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কগামী একটি মালবাহী ট্রাক নগরীর ধীরাশ্রম এলাকায় অবস্থান করলে চলন্ত ট্রাক থামিয়ে প্রথমে ভাঙচুর করে পরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় ট্রাকচালক ভয় আগেই নেমে যায়। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশন মাহাবুব আলম জানান, রাতের আধারে একটি কুচক্রী মহল রাজনৈতিক সুবিধা হাসিল করতে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটাচ্ছে। তবে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।

সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, ট্রাকে আগুনের ঘটনায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাই। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।