সোমবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় পর বড় কোনো আয়োজনে যোগ দিতে আগামীকাল সোমবার (১৩ নভেম্বর) খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন তিনি ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত জনসভায় যোগ দিয়েছিলেন তিনি।
জনসভা সোমবার দুপুর ১টা থেকে শুরু হলেও প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে বিকেল ৩টার দিকে। এতে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য রাখেন।
জনসভায় ব্যাপক লোক সমাগমের পরিকল্পনা করছে স্থানীয় আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে ইতোমধ্যে খুলনা নগরী নতুনরূপে সেজে উঠেছে। নগরের সর্বত্র চলছে উৎসবের আমেজ। প্ল্যাকার্ড, পোস্টার, বিলবোর্ড, তোরণ ও আলোকসজ্জা করা হয়েছে পুরো নগরজুড়ে।