লন্ডনে দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা নীলা চৌধুরী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী লন্ডনের রাস্তায় গাড়ি থেকে পড়ে আহত হয়েছেন। এতে তার হাত ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহর ছোট মামা আলমগীর কুমকুম।

তিনি বলেন, ‘তিন দিন আগে লন্ডনের রাস্তায় গাড়ি থেকে পড়ে তার (নীলা চৌধুরী) বাম হাত ভেঙে গেছে। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সার্জারিও করেছে। চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন। হাত ভাঙা ছাড়াও বয়সজনিত কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল তিনি। এখন তিনি বিশ্রামে আছেন।

বিজ্ঞাপন

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। লন্ডনে নীলা চৌধুরী ছাড়াও তার আরেক ছেলে রয়েছেন।