উপকূল দিবসের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন
১৯৭০ সালের ১২ নভেম্বর দেশের দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড করে দেওয়া সুপার সাইক্লোনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপকূলীয় জেলা বরগুনার পৌর নাথপট্টি লেকে মোমবাতি প্রজ্জ্বলন করাসহ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মুক্তিযোদ্ধা গাজী আ. মোতালেবের সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনা করেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চিত্ত রঞ্জন শীল, বরগুনা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি প্রমুখ।
বরগুনায় একই দাবিতে বেতাগী ও পাথরঘাটা উপজেলাতে শোক র্যালী, নীরবতা পালন, আলোচনা সভাসহ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৯৭০ সালে ১২ নভেম্বর দক্ষিণাঞ্চলে আঘাত হানা সুপার সাইক্লোনটিকে র্সবকালের সবচেয়ে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয়। এ ঝড়ে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়। এটি ১৯৭০ এর উত্তর ভারতীয় ঘূর্নিঝড় মৌসুমের ষষ্ঠ ঘূর্নিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্নিঝড় ছিল। যা সিম্পসন স্কেলে 'ক্যাটাগরি ৩' মাত্রার ঘূর্নিঝড় ছিল।