প্রথমবারের মতো লাইভে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। অতীতে কমিশন সভা শেষে ভাষণ রেকর্ড করে প্রচার করা হতো। এই প্রথমবারের মতো নির্বাচন ভবন থেকে সরাসরি সম্প্রচার হবে তফসিলসহ সিইসির ভাষণ।

বুধবার (১৫ নভেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম বলেন, বিকাল ৫টায় ২৬ তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। কমিশন সভায় তা চূড়ান্ত করে সন্ধ্যা ৭ টায় তফসিল ঘোষণা করা হবে। সিইসির বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের প্রবেশ মুখে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি দেখা গেছে। সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে ও আশেপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় পুলিশের পাশাপাশি র‍্যাবের অবস্থান দেখা গেছে।

বিজ্ঞাপন