নরসিংদীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নরসিংদীর মাধবদী এলাকায় নির্মল দেবনাথ (৪৫) নামে মিষ্টির দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর)রাতে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মাধবদী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ কামরুজ্জামান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তার স্ত্রী ও সন্তান বেড়াতে যাওয়ায় তিনি একা বাড়িতে ছিলেন। রাতের কোনো এক সময় বেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে তার নিজ ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে বলে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত নির্মল দেবনাথ কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন গোথালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। বর্তমানে তিনি মাধবদীর নুরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুর এলাকায় নিজ বাড়িতে স্থানীয়ভাবে বসবাস করে আসছেন।

নিহতের স্ত্রী জানায়, গতকাল সন্ধ্যায় ভাইফোটা দেওয়ার উদ্দেশ্যে তিনি তার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। পরে সকালে বাড়ি এসে ঘরের আসবাবপত্র এলোমেলো ও তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেযো হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও নরসিংদী পিবিআই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এবিষয়ে সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।