চট্টগ্রামে বাস-পিকআপ ভ্যানে আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান। ছবি : সংগৃহীত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় একটি মিনিবাস ও কর্ণফুলীতে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কর্ণফুলীর শাহ আমানত সেতু সড়কে ইট বোঝাই পিকাপ ভ্যানে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর পর রাত সাড়ে ৮টার দিকে বহদ্দারহাট আরকান সড়কে পার্ক করা ১ নম্বর রুটের একটি বাসে কাজ করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসে আগুনের বিষয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বাহার উদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নির্বাপণ করেছে। বাসটিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ড্রাইভার নিজেও এসে সেটাই বলছে।’

বিজ্ঞাপন

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বার্তা২৪.কম-কে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করেছে। আমরাও ঘটনাস্থলে গিয়েছি। এটি কোনও নাশকতা কিনা আমরা তা তদন্ত করছি। আশাপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। রবিবারের হরতালকে ঘিরে কেউ অগ্নিসংযোগ করেছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস গ্যাস সিলিন্ডার লিকেজ বললেও আমরা তদন্ত ছাড়া কিছুই বলতে পারব না।’

পিকাপ ভ্যানে আগুনের বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘রাত সাড়ে ৭ টার দিতে শাহ আমানত সেতু সড়কে ইট বোঝাই ওই পিকআপ ভ্যানে ইঞ্জিনের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করেছে। এতে কেউ হতাহত হয়নি।’