রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবন যাচ্ছেন রওশন এরশাদ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রওশন এরশাদ

রওশন এরশাদ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবন যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদ সদস্য বেগম রওশন এরশাদ।

বৈঠকটি রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বার্তা২৪কমকে নিশ্চিত করেছেন বিরোধীদলীয় চিপ হুইপ ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা।

বিজ্ঞাপন

রওশন এরশাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র ও সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

বৈঠকটিকে সৌজন্যে সাক্ষাৎ বলে মন্তব্য করেছেন মসিউর রহমান রাঙ্গা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতেই পারে।

বিজ্ঞাপন