লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

রাজধানীর মিরপুর এলাকায় লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. মোবারক(১৮), শাহিনুর ইসলাম শাকিল(২১), তাহেরুল ইসলাম হৃদয়(২১)। গতকাল শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মিরপুর থানার ৬০ ফিট সড়কে রাত সোয়া ১টার দিকে একটি লেগুনায় আগুন দেয় দূর্বৃত্তরা। লেগুনাটি রাস্তায় পার্কিং করে রাখা ছিলো। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ করে থানা পুলিশ। আগুনে গাড়ীর ইঞ্জিনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার করেছে।

বিজ্ঞাপন

ওসি মহসীন আরও বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।