গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিসংযোগের চেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে গাজীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) ভোর ৫ টার দিকে জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, রোববার ভোরে মাওনা ইউনিয়নের গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে দাহ্য পদার্থ নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। টের পেয়ে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে ওই শ্রেণিকক্ষের একটি জানালা আংশিক পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে রোববার সকালে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

বিজ্ঞাপন

শ্রীপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) অমল বিশ্বাস জানান, খবর পেয়ে সেখানে গিয়েছিলাম তবে কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে তা জানা যায়নি। তবে তেমন কোন ক্ষতি হয়নি। জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।