১৫ ঘণ্টায় দুর্বৃত্তের আগুনে পুড়ল ১১ যানবাহন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপি জামায়াতসহ সমমনা দলের ডাকা হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে ১৫ ঘণ্টায় ১১টি যানবাহনে আগুন দিয়েছে দূবৃর্ত্তরা। এর ম‌ধ্যে ঢাকা সিটিতে ৫টি আগু‌নের ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ফায়ার সা‌র্ভিস। 

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১৯ নভেম্বর সকাল ৯টা (১৫ ঘণ্টা) পর্যন্ত এই ১৫টি আগু‌নের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। 

বিজ্ঞাপন

আগু‌নের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬.০০টা থেকে রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১১টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এর ম‌ধ্যে ঢাকা সিটিতে ৫টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) ৩টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) ২টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজি, ১টি পিকআপ, ১টি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়।

বিজ্ঞাপন

শনিবার (১৮ নভেম্বর)’র বিস্তারিত ত‌থ্যে জানা‌নো হয়, কাফরুলে বিহঙ্গ বাস, গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহন, জয়পুরহাটে ১টি পিকআপ, কুমিল্লা পাপিয়া পরিবহন বাস, রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতা‌লের সামনে মৌমিতা পরিবহন ও মিরপু‌রের কালশী বসুমতি পরিবহনে আগুনের ঘটনা ঘ‌টে।

রোববার (১৯ নভেম্বর)’র বিস্তারিত ত‌থ্যে জানা‌নো হয়, সরিষাবাড়িতে ট্রেনে আগুন (তিনটি বগি), বগুড়ায় ট্রাক, ফেনীর লালপুরে কাভার্ডভ্যান, নাটোরের ভবানীগঞ্জে বাস, বঙ্গবাজার কাজী আলাউদ্দিন রোডে সিএনজি‌তে ককটেল বিস্ফোরণে আগুনের ঘটনা ঘ‌টে।