মঙ্গলবার সেনানিবাসের সড়কে বন্ধ থাকবে গাড়ি চলাচল 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মঙ্গলবার (২১ নভেম্বর) স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জাহাঙ্গীর গেটে সেনানিবাসের ভেতরের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে।

রোববার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞাপন

আইএসপিআর জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা সেনানিবাসের রাস্তা যানজটমুক্ত রাখতে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক এড়িয়ে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন