ডাক্তার দেখাতে এসে হাসপাতাল থেকে শিশু চুরি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিডফোর্ট) পরমাণু ভবনের সামনে থেকে কোলে নেওয়ার কথা বলে জুবাইদা নামের ৩ মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পরমাণু ও কর্মচারী ইউনিয়নের ভবনের সামনে এ ঘটনা ঘটে। শিশুটি তার নানি মরিয়মের কোলে ছিল।

বিজ্ঞাপন

তিন মাসের শিশুকে হারিয়ে পাগল প্রায় মা হাসনা বেগম বলেন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা এলাকার পারগেন্ডারিয়ার কানাপট্রি এলাকা থেকে মিটফোর্ড হাসপাতালে শিশু বিভাগের ডাক্তার দেখাতে আসেন। চিকিৎসক তাকে পরমাণু ভবনের সামনে আলট্রাসনোগ্রাম পরীক্ষার জন্য লাইনে দাঁড়াই। এসময় শিশু জুবাইদা নানি মরিয়মের কোলে ছিল।

স্বামী জুনাইদ মুন্সিগঞ্জে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

বিজ্ঞাপন

নানি মরিয়ম জানান, নাতীন জুবাইদা তার কোলে বসেই দুষ্টুমি করতে ছিল। এসময় বয়স্ক কালো বোরখা পরা এবং মুখ বের করা এক মহিলা কোলে নিতে হাত বাড়িয়ে দেয়। ৩ মাসের জুবাইদাও হাসতে হাসতে তার কোলে যায়। নানি বলে তার মেয়ে হাসনা বেগম লাইনে দাঁড়িয়ে আছে বলে মুখ ঘুরালেই ফিরে দেখেন তার নাতীনসহ ওই মহিলা আর নেই। ‘আমার নাতীন কই’ এ বলে কান্না করতে থাকেন তিনি।।

পরমাণু ভবনের গেটের দারোয়ান মোহাম্মদ হাসান জানান, মোবাইল ও টাকা চুরির ঘটনা নিত্য ঘটে। মাঝে মাঝে শিশু চুরির ঘটনাও ঘটে।

তিনি আরও বলেন, আজ সকালে একটি শিশুকে ডাক্তার দেখানো জন্য হাসপাতালে নিয়ে আসলে ওই শিশুটি চুরি হয়েছে বলে জানতে পারলাম। তার অভিযোগে জানা যায় আনসার সদস্যরা উদাসীনতা কারণে একের পর এক ঘটনা ঘটছে। এদিকে শিশুটি বাবা-মা হাসপাতালের কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে জানালে কর্তৃপক্ষ তাদেরকে বলেন শিশুটি উদ্ধার করা ব্যবস্থা নেওয়া হচ্ছে।