নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক
নরসিংদী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো: নুরুল ইসলাম সভাপতি ও মো: মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) প্রেসক্লাব ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের সদস্য ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী এই ফলাফল ঘোষণা করেন।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। এসময় ক্লাবের ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের প্রাপ্ত ফলাফলে মো: নুরুল ইসলাম ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদ শাহরিয়ার পেয়েছেন ২০ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোবারক হোসেন ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম কামাল পেয়েছেন ১৪ ভোট।
অপরদিকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাদল কুমার সাহা ও মশিউর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক পদে মো: আকরাম হোসেন, কোষাধ্যক্ষ পদে মো: জাকির হোসেন, সাহিত্য সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন এবং নির্বাহী সদস্য হিসেবে কাজী আনোয়ার কামাল, বদরুল আমীন চৌধুরী ও বর্তমান যোগাযোগ পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম।