রংপুর-৬ আসনেও মনোনয়নপত্র নিলেন শেখ হাসিনা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রংপুর-৬ আসনে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল) ফরম সংগ্রহ করেন। 

মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন রোববার (১৯ নভেম্বর) মনোয়নপত্র সংগ্রহ করেন তিনি।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল) নেত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে শনিবার শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।