নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির আবেদন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। 

সোমবার (২০ নভেম্বর) এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ১৫ নভেম্বর সময়সূচি ঘোষণা করা হয়েছে। মোবাইল কোর্ট আইন-২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রত্যেক নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষ্যে ৩০০টি নির্বাচনী এলাকায় ২৮ নভেম্বর হতে ৪ জানুয়ারি পর্যন্ত নিম্নরূপভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন। 

সেখানে আরও বলা হয়, নূন্যতম প্রতি ৩টি ইউনিয়নের জন্য ১ জন, দূর্গম (পার্বত্য এলাকাসহ) ও দূরবর্তী প্রতি ২টি ইউনিয়নের জন্য ১ জন করে ম্যাজিস্ট্রেট প্রয়োজন। এছাড়া প্রতি পৌরসভার জন্য ৩ জন, বৃহৎ পৌরসভার ক্ষেত্রে ৪ জন, সিটি কর্পোরেশন এর প্রতি ৪-৫টি সাধারণ ওয়ার্ডের জন্য ১ জন করে দায়িত্বে দিতে হবে। সেক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ প্রতি ৩ ওয়ার্ডের জন্য ১ জন থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ইসির চিঠি

চিঠিতে আরও বলা হয়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যতীত সহকারী কমিশনারকে (ভূমি) সংশ্লিষ্ট উপজেলা/থানা/জোনে/এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ প্রদান করা যাবে। যেসব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মরত নেই সেসব উপজেলা, বিভাগ/জেলা পর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য হতে অথবা অন্যকোনো দপ্তর/প্রতিষ্ঠানে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য হতে নিয়োগ দেয়া যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ বিভাগীয় কমিশনারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

বর্ণিতাবস্থায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালনার্থে উপরের বর্ণনা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।