চট্টগ্রামে পৃথক মাদক মামলায় দুইজনকে ৫ বছর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও কোতোয়ালি থানার পৃথক দুটি মাদক মামলায় দুইজনের ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদেন ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরিফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া এলাকার মো. সুলতানের ছেলে আরব আলী (২৩) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কোর হাঁটি এলাকার মো. ফজলুর রহমানের ছেলে মো. মাসুদ রানা (৪৩)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর নগরের বাকলিয়া থানার লিজা ক্লাবের সামনে থেকে আরব আলীকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুই ঘটনায় থানায় মামলা হলে দুই মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়ার পর ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। অন্যদিকে ২০২০ সালের ১ মার্চ নগরের কোতোয়ালি থানার ব্রিজঘাট রোড ফিরিঙ্গি বাজার এলাকা থেকে মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী জানান, সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ইয়াবার দুই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. মাসুদ রানা ও আরব আলীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দুই আসামি জামিনে গিয়ে পলাতক। সাজা পরোয়ানামূলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।