আয়কর রিটার্ন জমার সময় বাড়ল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আর কোম্পানির ক্ষেত্রে সময় বাড়ানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে এনবিআর।

বিজ্ঞাপন

জানাগেছে, ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল।

চলতি ২০২৩–২৪ অর্থবছরে দেশে ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। তবে এখন পর্যন্ত লক্ষ্যের অর্ধেক রিটার্নও জমা পড়েনি।

বিজ্ঞাপন

এদিকে, রিটার্ন জমার সময় বাড়ানোর জন্য গত সপ্তাহে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আবেদন করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এফবিসিসিআই বলেছে, রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হোক। রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির কারণ হিসেবে সংগঠনটি বলেছে, নতুন আয়কর আইন-২০২৩–এর প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার কারদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।

চিঠিতে এফবিসিসিআই আরও জানিয়েছে, বিভিন্ন বাণিজ্য সংগঠন থেকে তাদের কাছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির অনুরোধ করা হয়েছে।